সিগন্যাল চ্যাটে ট্রাম্প কর্মকর্তাদের ইয়েমেন হামলার পরিকল্পনা ফাঁস

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা একটি মেসেজিং অ্যাপে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। তবে সে গ্রুপ চ্যাটে ভুলক্রমে এক সাংবাদিককে যোগ করা হয়। আর এতেই ফাঁস হয়ে যায় সেই গোপন পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য।

সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে 'দ্য আটলান্টিক' পত্রিকার প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ জানান, ১৩ মার্চ তিনি হঠাৎ করেই সিগন্যাল নামের এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে একটি চ্যাট গ্রুপে যুক্ত হন। ওই গ্রুপের নাম ছিল 'হুথি পিসি স্মল গ্রুপ'। সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার ডেপুটি অ্যালেক্স ওয়ংকে নির্দেশ দেন একটি 'টাইগার টিম' গঠন করতে, যার কাজ হবে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের সমন্বয় করা।

গোল্ডবার্গ দাবি করেন, হামলার কয়েক ঘণ্টা আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই গ্রুপে অপারেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্ট করেন। সেখানে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র এবং হামলার ধাপে ধাপে পরিকল্পনার তথ্য উল্লেখ ছিল। তিনি এটিকে 'অবিশ্বাস্যভাবে অবহেলামূলক' একটি ঘটনা হিসেবে উল্লেখ করেন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) মুখপাত্র ব্রায়ান হিউজ জানিয়েছেন, চ্যাট গ্রুপটি 'আসল' ছিল এবং বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ভুল ছিল, এবং আমরা পর্যালোচনা করছি কীভাবে একটি ভুল নম্বর চ্যাট গ্রুপে যুক্ত হলো।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার বিষয়ে সাংবাদিকদের কাছে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমি ‘দ্য আটলান্টিক’-এর খুব বড় ভক্ত নই।’ পরে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রেসিডেন্টকে ঘটনার ব্যাপারে অবহিত করা হয়েছে।

গোল্ডবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, ওই চ্যাট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, হোয়াইট হাউজ চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন।

এছাড়া, ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের মনোনীত পরিচালক জো কেন্টও এই চ্যাটে যুক্ত ছিলেন, যদিও তিনি তখনো সিনেটের অনুমোদন পাননি।


সর্বশেষ সংবাদ