শিক্ষা বিভাগ বিলুপ্ত করার নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

২১ মার্চ ২০২৫, ১০:১০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪১ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বিলুপ্ত করার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিক্ষার দায়িত্ব এবার রাজ্যগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার (২০ মার্চ) এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। 

ট্রাম্প বলেছেন, কোনো কাজের নয়, এমন একটি বিভাগ বন্ধ করতে আইনি চেষ্টার ত্রুটি রাখবে না বর্তমান প্রশাসন। এই সিদ্ধান্ত কার্যকর হলে আর্থিক বরাদ্দে টান পড়ায় সবচেয়ে বেকায়দায় পড়বেন শিক্ষা ভাতা পাওয়া দরিদ্র আর সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা। অনিশ্চয়তায় পড়বে শিক্ষা ঋণ প্রাপ্তির সুযোগ। 

এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব শিক্ষা অধিকারকর্মীরা। কলরাডো রাজ্যের শত শত শিক্ষক ও শিক্ষার্থী বৃহস্পতিবার রাজ্য ক্যাপিটলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ভবনের প্রবেশপথ অবরোধ করেন। নতুন বাজেটের কারণে রাজ্যের স্কুলগুলো প্রায় ১৫ কোটি ডলার তহবিল হারাতে পারে। 
 
তারা জানান, শিক্ষা বিভাগের কার্যক্রম সংকুচিত করা মানে সরকারি স্কুলগুলোর বরাদ্দ কমানো এবং বেসরকারি স্কুলগুলোর জন্য সুবিধা বৃদ্ধি। রিপাবলিকানরা শিক্ষা স্বাধীনতা ও স্কুল চয়েসের নামে মূলত সরকারি তহবিলকে বেসরকারি খাতে সরিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার সুযোগ সংকুচিত হবে।
 
তবে, শিক্ষা বিভাগে বড় পরিবর্তনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। তারা বলছে, শিক্ষা খাতে ব্যয় হয়েছে ৩ ট্রিলিয়ন ডলার, কিন্তু শিক্ষার্থীদের ফলাফলে তেমন উন্নতি আসেনি। তাই কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্যগুলোকেই শিক্ষার দায়িত্ব নিতে হবে। 

ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬