বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

০৮ মার্চ ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
মেঘালয় রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা

মেঘালয় রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা © সংগৃহীত

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চেয়েছেন ভারতের মেঘালয় রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। শুক্রবার (৭ মার্চ) দেশটির রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির

কনরাড সাঙমা বলেন, ‘বাংলাদেশের মধ্যে দিয়ে যদি হিলি এবং মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হয়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০ থেকে ৭০০ কিলোমিটার কমে যাবে।’

এ সময় মুখ্যমন্ত্রী একটি বিশেষ করিডোরের প্রস্তাব দিয়ে জানান, বাংলাদেশের ভেতর দিয়ে ১০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি দৈর্ঘ্যের একটি করিডোর নির্মাণ করা হবে, যা মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দরশহর হিলিকে সংযুক্ত করবে। মহেন্দ্রগঞ্জ এবং হিলি দুই শহরেরই সঙ্গেই বাংলাদেশের সীমান্ত আছে।

তিনি জানান, করিডোরটি নির্মাণ করা গেলে মহেন্দ্রগঞ্জের পাশাপাশি মেঘালয়ের তুরা, বাঘমারা, ডালু এবং ডাউকি জেলার সঙ্গও পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন সম্ভব হবে বলে। 

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬