রমজানে তাকওয়া অর্জন করার ৩ উপায়

রমজানের প্রধান শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন। কোনো ব্যক্তি যদি রমজানে আল্লাহভীতি অর্জন করতে পারে তাহলে তার সিয়াম সাধনা সার্থক। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল
রমজানের প্রধান শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন। কোনো ব্যক্তি যদি রমজানে আল্লাহভীতি অর্জন করতে পারে তাহলে তার সিয়াম সাধনা সার্থক। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল  © সংগৃহীত

রমজানের প্রধান শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন। কোনো ব্যক্তি যদি রমজানে আল্লাহভীতি অর্জন করতে পারে তাহলে তার সিয়াম সাধনা সার্থক। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৩)

সুতরাং রোজাদারের উচিত আল্লাহভীতি অর্জনের চেষ্টা করা। রহমত, বরকত, মাগফিরাত এ তিনের সমন্বয়ে সজ্জিত পবিত্র মাহে রমজান। আমলের অনুশীলন ও তাকওয়া অর্জনের মাস। কুরআন-সুন্নায় তাকওয়া অর্জনের অনেক উপায় বর্ণনা করা হয়েছে। তন্মধ্যে এখানে ৩টি উপায় উল্লেখ করা হলো-

১. আল্লাহতায়ালার যথাযথ পরিচয় লাভ করা 

কোন মুসলমান যদি পবিত্র কুরআনকে ভালোভাবে বুঝতে পারে তাহলে পবিত্র কুরআন তার অন্তরে তাকওয়া সৃষ্টি করবে। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয় আমি এ কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ননা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। বক্রতামুক্ত আরবী কুরআন,যাতে তারা তাকওয়া অবলম্বন করে। (সুরা যুমার: ২৭-২৮)

পবিত্র কুরআনে আল্লাহতায়ালা সিয়ামের বিধিবিধান বর্ননা করার পর বলেন, এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য বিস্তারিত বর্ননা করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। (সুরা বাকারা:১৮৭) 

আল্লাহতায়ালার পরিচয় লাভ করার অনন্য এক মাধ্যম হলো পবিত্র কুরআন। কোন মানুষ যখন পবিত্র কুরআন নিয়ে অভিনিবেশ সহকারে চিন্তা করে,তখন আল্লাহতায়ালা তার শান-শওকাত, মহত্ব, তার গুণবাচক নামসমূহ ও গুণাবলীর মাধ্যমে তার সামনে প্রকাশ হন।

২. ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করা 

আল্লাহতায়ালার ইবাদতের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, চাই সেটা ফরজ ইবাদত হোক কিংবা নফল। এরশাদ হচ্ছে, হে মানুষ! তোমরা তোমাদের রবের ইবাদত কর, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন কর। (সুরা বাকারা:২১)

যে সমস্ত ইবাদতের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, তন্মধ্যে একটি ইবাদত হলো ‘সিয়াম’। আল্লাহতায়ালা বলেন, হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। (সুরা বাকারা:১৮৩)

সুতরাং যদি তাকওয়া অর্জন না হয়,তাহলে সিয়ামের মাকসাদ আদায় হবে না। ফলে সিয়ামের সওয়াব কম হবে। (আল ফাতওয়া আল মিসরিয়াহ:২৮৯)

৩.  পরকাল ও তার ভয়াবহতা বিষয়ে আয়াত ও হাদিস পাঠ করা

কবর ও তার আযাব এবং পরকাল ও তার ভয়াবহতা সম্পর্কৃত কুরআনের আয়াত ও হাদিসগুলো বেশি বেশি অধ্যয়ন করার মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। 

আল্লাহতায়ালা বলেন, তাদের জন্য তাদের উপর দিকে থাকবে আগুনের আচ্ছাদন আর তাদের নিচের দিকেও থাকবে (আগুনের)আচ্ছাদন; এ দ্বারা আল্লাহ তাঁর বান্দাদের ভয় দেখান। হে আমার বান্দারা! তোমরা আমাকে ভয় কর। (সুরা যুমার:১৬)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence