বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মুহসিন হেনড্রিকস
মুহসিন হেনড্রিকস  © সংগৃহীত

বিশ্বের প্রথম সমকামী ইমাম হিসেবে পরিচিত মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) পূর্ব কেপটাউনের কেবেরহা শহরের বেথেলসডর্প এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তিনি সমকামী ও অন্য প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত একটি মসজিদ পরিচালনা করতেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, হেনড্রিকস নিজের গাড়িতে কোথাও যাচ্ছিলেন। এ সময় অন্য একটি গাড়ি এসে পথ আটকে দেয়। এরপর মুখ ঢাকা দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘গুলির পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গাড়ির চালক খেয়াল করেন, পেছনের আসনে বসে থাকা মুহসিন হেনড্রিকস নিহত হয়েছেন।’

মুহসিন হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুলিশ নিশ্চিত করেছে, এটি টার্গেট কিলিং। তবে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পাশাপাশি তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে ইস্টার্ন কেপ পুলিশ।

লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স ও ইন্টারসেক্স কমিউনিটির আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন আইএলজিএ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ‘আইএলজিএ’-এর নির্বাহী পরিচালক জুলিয়া এহার্ট এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত। এটি একটি ঘৃণা প্রসূত অপরাধ হতে পারে, যার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।’

১৯৯৬ সালে প্রকাশ্যে সমকামী হিসেবে পরিচিত হওয়ার পর থেকে হেনড্রিকস এলজিবিটিকিউ-মুসলিমদের অধিকার নিয়ে কাজ করে আসছিলেন। এর ঠিক দুই বছর পর ১৯৯৮ সালে তিনি নিজ শহরে সমকামী মুসলিমদের জন্য বৈঠকের আয়োজন শুরু করেন এবং ধীরে ধীরে তাদের ধর্মীয় নেতা বা ‘ইমাম’ হিসেবে স্বীকৃতি পান।

২০২২ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আমার গ্যারেজ খুলে সেখানে কার্পেট বিছিয়ে সবাইকে চা পান করতে ও কথা বলার আমন্ত্রণ জানিয়েছিলাম।’

মুহসিন হেনড্রিকস জানান, ২০১১ সালে এক বন্ধুর তিক্ত অভিজ্ঞতার পর একটি স্বতন্ত্র মসজিদ প্রতিষ্ঠা করেন। যেখানে সমকামী ও প্রান্তিক মুসলিম নারীরা মুক্তভাবে ইসলাম চর্চা করতে পারেন। কেপটাউনের কাছে উইনবার্গ এলাকায় অবস্থিত ‘আল-গুরবাহ’ নামের এই মসজিদ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘এটি এমন একটি স্থান, যেখানে লিঙ্গ পরিচয় বা নিন্দার ভয় ছাড়াই মুসলমানরা প্রার্থনা করেন।’

২০২২ সালের ‘দা র‍্যাডিকাল’ নামের এক প্রামাণ্যচিত্রে হেনড্রিকস জানিয়েছিলেন, তিনি নিয়মিত হুমকি পান। সে সময় তাকে ব্যক্তিগত দেহরক্ষী রাখার পরামর্শ দেওয়া হলেও তিনি নেননি। তিনি বলেছিলেন, ‘মৃত্যুর ভয় আমার সত্যিকারের জীবনযাপনের প্রয়োজনের চেয়ে বড় নয়।’

মুহসিন হেনড্রিকসক একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একসময় আরবি ভাষার শিক্ষক এবং একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। ২৯ বছর বয়সে তিনি প্রথম তার মায়ের কাছে নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন। তিনি এক নারীকে বিয়ে করেন এবং তাদের একটি সন্তানও ছিল। বিয়ের আট বছর পর বিবাহবিচ্ছেদ করে তিনি সবার কাছে নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence