হোয়াটসঅ্যাপে আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রীকে বরখাস্ত করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
অ্যান্ড্রু গুয়েন

অ্যান্ড্রু গুয়েন © সংগৃহীত

হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত  করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি এ ঘোষণা দেন। এছাড়া অভিযুক্ত ওই মন্ত্রীকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন আপত্তিকর এবং অপমানজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন বলে একটি সংবাদপত্র সংবাদ প্রকাশ করার পর মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। সংবাদমাধ্যম মেইল অন সানডে এ বিষয়ে রিপোর্ট করার পর গর্টন এবং ডেন্টনের এই সাংসদকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাজ্যের একজন সরকারি মুখপাত্র বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সরকারি পদে যারা আছেন তাদের উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ’ এবং যে কোনও মন্ত্রী এই মান পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।’

অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন, ‘অত্যন্ত বাজেভাবে ভুল বিচার করা’ মন্তব্যের যে কোনও অপরাধের জন্য তিনি দুঃখিত।

তিনি আরও বলেছেন, তিনি প্রধানমন্ত্রী এবং লোবার পার্টির সিদ্ধান্ত বুঝতে পেরেছেন এবং ‘যদিও বরখাস্ত করা খুবই দুঃখজনক, তারপরও আমি যে কোনও উপায়ে তাদের সমর্থন করব’।

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, ৫০ বছর বয়সী গুয়েনকে পার্টির সদস্য হিসাবে ‘প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে’। তিনি আরও বলেছেন, ‘লেবার পার্টির নিয়ম ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য’ তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই মুখপাত্র আরও বলেছেন, ‘যদি কোনও ব্যক্তি লেবার পার্টির সদস্য হিসাবে তাদের কাছ থেকে প্রত্যাশিত উচ্চ মান লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয় তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

‘নির্বাচনী ইশতেহারে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার…
  • ২০ জানুয়ারি ২০২৬
হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান
  • ২০ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9