ইসরায়েল-মিসর ছাড়া সব দেশের জন্য সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

২৫ জানুয়ারি ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও © সংগৃহীত

ইসরায়েল ও মিসর ছাড়া বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ আওতার মধ্যে পড়েছে ইউক্রেনও। স্থানীয় সময় শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র সব দেশের জন্য সহায়তা দেওয়া বন্ধ করে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েল ও মিসরের জন্য সামরিক সহায়তা ও হিমায়িত জরুরি খাদ্য সরবরাহ বন্ধ করবে না যুক্তরাষ্ট্র।  

এ-সংক্রান্ত একটি মেমোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির অংশ এই উদ্যোগ।

সংশ্লিষ্টরা বলছেন, এই আদেশ উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করবে।

আরও পড়ুন: ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিলেন।

পরামর্শদাতা সংস্থা দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ৬৪ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা দিয়েছিল। তবে গত বছর দেশটি কত ডলারের বিদেশি সহায়তা দিয়েছে তা জানা যায়নি।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬