ভারতে ফের রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বিক্রি শুরু, মুসলিম সংগঠনের আপত্তি

‘দ্য স্যাটনিক ভার্সেস’ এবং সালমান রুশদি
‘দ্য স্যাটনিক ভার্সেস’ এবং সালমান রুশদি  © টিডিসি সম্পাদিত

বিতর্কিত লেখক সালমান রুশদির সারাজাগানো উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’। এটি প্রকাশের পর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে কিছু দেশে নিষিদ্ধ করা হয়। দীর্ঘ ৩৬ বছর পর সালমান রুশদির ওই উপন্যাস ভারতের দোকানে আবার বিক্রি শুরু হয়েছে। এ নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন।

উপন্যাসটির আমদানি ভারতে নিষিদ্ধ করে তৎকালীন সরকার যে ঘোষণা জারি করেছিল, তার কোনো নথি বর্তমানে পাওয়া যায়নি। এ অবস্থায় দিল্লি হাইকোর্টে গত নভেম্বরে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেওয়ার পর সম্প্রতি দিল্লিতে বইটির বিক্রি শুরু হয়েছে।

অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সচিব মৌলানা ইয়াসুফ আব্বাস এই বই বিক্রি বন্ধের দাবি জানিয়ে বলেন, ‘ভারত সরকারের কাছে নিষেধাজ্ঞা সঠিকভাবে প্রয়োগ করার দাবি জানাচ্ছি। জামাত উলেমা হিন্দের আইনি পরামর্শদাতা মাওলানা কাব রশিদি সালমান রুশদির বইয়ের পুনরায় বিক্রি শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।’

আদালতের আদেশের প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ভারত মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। বেশ কয়েকটি মুসলিম সংগঠনের সঙ্গে মিলে তারা সালমান রুশদির বিতর্কিত বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ ভারতীয় বইয়ের দোকানে ফিরে আসার নিন্দা জানিয়েছে। তারা কেন্দ্রীয় সরকারের কাছে বইটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানিয়েছে।

নয়াদিল্লির খান মার্কেটের বাহরিসন বুকসেলারস নামে দোকানে এই বইটি পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। প্রকাশনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বই বিক্রির কথা জানানো হয়েছে। দোকানটির ম্যানেজার জানান, ১ হাজার ৯৯৯ রুপি দাম ধরার পরও সেটির বিক্রি বেশ ভালোই হচ্ছে।

প্রসঙ্গত, সালমান রুশদি ১৯৮৮ সালে উপন্যাসটি লিখেছিলেন। তখন রাজীব গান্ধী সরকার ভারতে এই বই বিক্রি নিষিদ্ধ করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence