আনসারুল্লাহ বাংলা টিমের ৮ সদস্যকে গ্রেপ্তারের দাবি ভারতের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় তিন রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) অন্তত ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ।

গত ১৭ ও ১৮ ডিসেম্বর আসাম পুলিশের বিশেষ শাখা স্পেশাল টার্স ফোর্স (এসটিএফ) দেশটির পশ্চিমবঙ্গ, কেরালা ও আসামের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দ্য হিন্দুর এক প্রতিবেদনে আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

আসাম পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত আটজনের একজন হলেন মোহাম্মদ সাদ রাদি ওরফে মো. শাব শেখ। তিনি বাংলাদেশি নাগরিক। তাকে কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আসাম পুলিশের দাবি, নিজেদের মতাদর্শের প্রচার ও ভারতজুড়ে স্লিপার সেল তৈরি করার উদ্দেশ্যে মোহাম্মদ সাদ রাদি ওরফে মো. শাব শেখ গত নভেম্বরে ভারতে যান।

এছাড়া মিনারুল শেখ ও মো. আব্বাস আলীকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আসাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য ব্যক্তিরা হলেন—নুর ইসলাম মণ্ডল, আবদুল করিম মণ্ডল, মজিবর রহমান, হামিদুল ইসলাম এবং এনামুল হক।

দ্য হিন্দু বলেছে, আসাম পুলিশের বিশেষ শাখা এসটিএফের প্রধান পার্থ সারথী মহন্তের নেতৃত্বে ‘অপারেশন প্রগত’ নামের এই অভিযান পরিচালনা করা হয়। কেরালা ও পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় আসাম পুলিশের এসটিএফ এই অভিযানে নেতৃত্ব দিয়েছে বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence