থানা ঘিরে ফেলল ২০০ বানর, উদ্ধারে ডাকা হলো অন্য বাহিনী

থানায় হানা দিয়েছিল প্রায় ২০০ বানর
থানায় হানা দিয়েছিল প্রায় ২০০ বানর  © সংগৃহীত

থানায় সাধারণত পুলিশ সন্দেহভাজন অপরাধীদের আটকে রাখে। এবার ঘটল উল্টো ঘটনা। পুলিশই আটকা পড়ল থানায়। অবাক করা বিষয় হলো, বানরের আক্রমণে থানায় আটকা পড়েছিলেন পুলিশ সদস্যরা। পরে অন্য বাহিনী ডেকে সেখান থেকে রক্ষা রয়েছেন পুলিশের কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপি জানায়, থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় লপবুরি শহরের অদ্ভুত এ ঘটনা ঘটেছে। প্রায় ২০০ বানরের একটি দল পুলিশ স্টেশনে হামলা করে। এরপর সেখানে বেশ কয়েক ঘণ্টা আটকে রাখে পুলিশদের।

বানরের আক্রমণের শিকার হওয়া থাইল্যান্ডের ওই শহরের বাসিন্দাদের জন্য নতুন নয়। অনেক দিন ধরেই বানরের অত্যাচার সেখানে। দ্রুত বাড়ছে বানরের সংখ্যা। ফলে খাবারের খোঁজে বানরের দল যখন-তখন লোকালয়ে হানা দিচ্ছে। কখনো কখনো আক্রমণাত্মকও হয়ে উঠছে বানরের দল। 

উচ্ছৃঙ্খল বানরের দলকে আটকাতে নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীও নির্মাণ করেছে। তবুও শেষ রক্ষা হয় না অনেক সময়। এর সবশেষ উদাহরণ থাইল্যান্ডের লপবুরি থানা। গত শনিবার হঠাৎ প্রায় ২০০ বানর শহরজুড়ে তাণ্ডব শুরু করে। একপর্যায়ে বানরের একটি দল লপবুরি থানায় হামলা করে।

আরও পড়ুন: অবৈধ শরণার্থীদের ফেরত পাঠাতে জরুরি অবস্থা জারি করবেন ট্রাম্প!

পুলিশ কর্মকর্তা সোমচাই সিদি এএফপিকে বলেন, ‘খাবারের খোঁজে বানরের দল থানার ভেতর ঢোকার চেষ্টা করছিল। তাদের আটকাতে আমরা ভবনের সব দরজা-জানালা বন্ধ করে দিই। বানরের দল ভবনের ভেতর ঢুকে নথিপত্রসহ জিনিসপত্র নষ্ট করতে পারে এই আশঙ্কা দরজা-জানালা বন্ধ করে রাখতে হয়েছিল।’

এক ফেসবুক পোস্টে লপবুরি পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সদস্যদের ওই পুলিশ স্টেশনে ডেকে আনতে হয়। তারা এসে হামলাকারী বানরদের তাড়িয়ে লপবুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence