পুতিনের মৃত্যু কামনাকারী রুশ নারীর ৮ বছরের কারাদণ্ড

১৫ নভেম্বর ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
সাজাপ্রাপ্ত নারী আনাস্তাসিয়া বেরেজিনস্কায়া

সাজাপ্রাপ্ত নারী আনাস্তাসিয়া বেরেজিনস্কায়া © সংগৃহীত

মস্কোর সামরিক আদালত ৪৩ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজিনস্কায়াকে আট বছরের কারাদণ্ড দিয়েছে। অনলাইনে ইউক্রেন যুদ্ধবিরোধী মন্তব্য করা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই রায় দেওয়া হয়। রুশ সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কো টাইমসের প্রতিবেদন বলছে, বেরেজিনস্কায়ার বিরুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীকে বদনাম করা, বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি 'সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেওয়ার' অভিযোগ আনা হয়।

দুই শিশু সন্তানের মা এই রুশ নাগরিক মস্কোর একজন নাট্যপরিচালক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম কয়েক মাসে অনলাইনে ধারাবাহিকভাবে যুদ্ধবিরোধী পোস্ট দিয়েছিলেন । তিনি বলেছিলেন, রুশ সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট পুতিন মিলে ইউক্রেনে 'জাতিগত নিধন' চালাচ্ছে। ওই বছরের ১৪ মে ভিকোনটাকটে নামক একটি সামাজিক নেটওয়ার্কে ৩৬টি পোস্ট করেছিলেন তিনি। সেখানে পুতিনকে নিয়ে অপমানসূচক মন্তব্য করে তিনি দাবি করেছিলেন, ইউক্রেনের বেসামরিক নারী, পুরুষ ও শিশুদের মৃত্যুর জন্য ব্যক্তিগতভাবে পুতিন দায়ী। 

সেই সময় পুতিনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'ওই হারামজাদাকে ধ্বংস করে দাও। পৃথিবীর বুক থেকে তাকে মুছে দাও।'

তবে মস্কো বরাবরই বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে। যদিও ইউক্রেনে রুশ হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। 

মানবাধিকার সংগঠন ওভিডি ইনফোর মতে, ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় রাশিয়ায় এখন পর্যন্ত ২০  হাজারের বেশি লোককে গ্রেফতার ও সহস্রাধিক মানুষকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বেরেজিনস্কায়ার আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে ব্যর্থ হয়েছে রয়টার্স। তাই, সাজাপ্রাপ্ত নারী আপিল করবেন কিনা, তা জানা যায়নি।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬