২০ বছরের নিষেধাজ্ঞার শিকার লঙ্কান কোচ

দিলীপ সামারাবিরা
দিলীপ সামারাবিরা  © সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলীপ সামারাবিরাকে গুরুদণ্ড দিয়েছে। আগামী ২০ বছরের জন্য তাকে নিষেধাজ্ঞা দিয়েছে সিএ। দেশটির ক্রিকেট বোর্ড সাম্প্রতিক এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

ভিক্টোরিয়া রাজ্য নারী দলের এই কোচকে মূলত তার নিন্দনীয় আচরণের কারণে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিএ বা এর অধীনে থাকা অন্য কোনো প্রতিষ্ঠানে আগামী ২০ বছর কোনো কাজ করতে পারবেন না সামারাবিরা। নারী ক্রিকেটের কোচিং স্টাফে দায়িত্ব পালনকালে নানাভাবে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে সাজা দিল সিএ।

কিছুদিন আগেও সামারাবিরা এক ব্যক্তিকে তার অধীনে ভিক্টোরিয়া দলে নিয়োগ দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করেছিলেন। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সিএ-এর কাছে তাকে নিয়ে অভিযোগ জানায়। এ ছাড়া ভিক্টোরিয়া নারী দলের এক ক্রিকেটারও তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ দিয়েছেন। ওই ক্রিকেটারের অভিযোগকে আরও গুরুত্বের সঙ্গে নিয়েছে সিএ।

ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স এই বিষয়ে বলেছেন, ‘সামারাবিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা সমর্থন করি। আমরা মনে করি, সামারাবিরা যে আচরণ করেছেন, সেটি নিন্দনীয় ও ক্রিকেট ভিক্টোরিয়ার আচরণ নীতিমালার সঙ্গে একপ্রকার বিশ্বাসঘাতকতা।’

তার আচরণের শিকার হওয়া ব্যক্তির প্রতি আমরা সহানুভূতিশীল। তিনি সামারাবিরার বাজে আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে ক্রিকেট ভিক্টোরিয়া যেকোনো কর্মীরই নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। আমরা কখনোই কারও কাছ থেকে এ ধরনের আচরণ সহ্য করব না।

১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন ৫২ বছর বয়সী সামারাবিরা।


সর্বশেষ সংবাদ