ফুলশয্যার রাতে কাপল ব্লগ! নিন্দার ঝড়

১১ জুলাই ২০২৪, ০৭:৩৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
ফুলশয্যার রাতে কাপল ব্লগ!, নিন্দার ঝড়

ফুলশয্যার রাতে কাপল ব্লগ!, নিন্দার ঝড় © ভিডিও থেকে নেওয়া

কাপল ব্লগের নামে আজকাল ব্যক্তিগত জীবনের অনেক মুহূর্ত শেয়ার করছেন অনেকে। তাই বলে ফুলশয্যার ব্লগ? ভারতের এক নবদম্পতির এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক দম্পতি নিজেদের মধ্যে আলোচনা করছেন ফুলশয্যা নিয়ে। বর কনেকে প্রশ্ন করছেন, কেমন ছিল বিয়ের প্রথম রাত। নববধূও উত্তরে বলছেন, এখনও তা হয়নি। খাটে সাজানো গোলাপের সুগন্ধ নিয়েও কথা বলতে দেখা যায় বরকে। একেবারে ব্যক্তিগত সেই মুহূর্তে দুজন কথা বলতে থাকেন। শেষে বরকে নববধূ বলে ওঠেন, ৩১ সেকেন্ডের ভিডিওটি নিয়েই তুঙ্গে জল্পনা।

সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে কেউ কেউ বলছেন, আর বাকি কী রইল! সমস্ত ব্যক্তিগত মুহূর্ত ধীরে ধীরে কেমন করে যেন জনসমক্ষে চলে আসতে শুরু করেছে। ভিডিওটির তলায় নানা কমেন্ট জমা পড়তে শুরু করেছে। অনেকের মতে সমাজে যে পচন ধরে গিয়েছে এই ধরনের ভিডিও তারই প্রমাণ।

আবার কেউ লিখেছেন, এইটুকুই বাকি থাকে কেন। বাকি ভিডিও-ও শেয়ার করে দিলেই হত। আবার কারও খোঁচা, দরজা-জানলাও খুলে দিলে হত। আসলে এমন এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও অনলাইনে শেয়ার করা নিয়ে তীব্র আপত্তিই প্রতিফলিত হচ্ছে এই ধরনের মন্তব্যে।

যদিও ব্লগারদের নানা কীর্তিই এর আগে সমালোচিত হয়েছে। এমনকি, স্ত্রীর শরীরে কাতুকুতু দিয়ে সেই ভিডিও-ও শেয়ার করতে দেখা গিয়েছে কোনও ব্লগারকে। তা নিয়েও সমালোচনা হয়েছে। আরও অনেক বিষয়কেই ভ্লগে তুলে আনতে দেখা গেছে, যা নিন্দিত হয়েছে। কিন্তু এবার এমন এক ভিডিও ভাইরাল হল, তা যেন ব্যক্তিগত চৌহদ্দি পেরিয়ে আরও অনেক দূর চলে গেল।

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬