ভারতের নির্বাচনের ফলাফল নিয়ে বড় দাবি প্রশান্ত কিশোরের 

  © সংগৃহীত

২০২৪ সালের ভোট শেষ হয়েছে আজ শনিবার সন্ধ্যায়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বুথ ফেরত সমীক্ষা দেখাতে পারবে সংবাদমাধ্যমগুলি। তবে তার আগেই ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে বড় দাবি করলেন প্রশান্ত কিশোর। এমনকী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিয়েও তিনি একটি বড় দাবি করেছেন।

দ্য প্রিন্টকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ফের একবার প্রশান্ত কিশোর লোকসভা ভোটের সম্ভাব্য ফল নিয়ে মুখ খুললেন। পাশাপাশি তিনি এও বোঝালেন, কেন অনেক বিরোধী নেতা তাঁর ভবিষ্যদ্বাণীর যুক্তি খুঁজে পাচ্ছেন না। 

প্রশান্ত কিশোর দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমার মূল্যায়ন অনুযায়ী, বিজেপি আগেরবারের মতো একই বা তার থেকে সামান্য কিছু বেশি আসন পেতে পারে এবারে।' এদিকে কম ভোটের হার এবং প্রতিষ্ঠা বিরোধী হাওয়া প্রসঙ্গে পিকে বলেন, 'প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ২০১৯ সালেও ছিল। তবে বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়েও বিপুল জয় পায়। অর্থাৎ, প্রতি ১০ জনে ৬ জন বিজেপির বিরুদ্ধে। সেই সংখ্যাটা যদি ৭ বা ৮ হয়, তখন বিজেপি হারতে পারে।'

এদিকে প্রশান্ত কিশোর অঙ্ক কষে দাবি করেন, বিজেপিকে হারতে হলে উত্তর ও পশ্চিম ভারত থেকে তাদের জেতা আসনের প্রায় ৫০ থেকে ১০০টি আসন হারাতে হবে। এর জন্য কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টি, আরজেডি এবং এনসিপির স্ট্রাইকরেট বেশি হতে হবে। এই চার বিরোধী দল মিলে যদি একসঙ্গে ভালো ফল করে, তাহলেই বিজেপি উত্তর ও পশ্চিম ভারতে জমি হারাতে পারে।

এদিকে পিকেরমতে, মোদীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ভোটবাক্সে তেমন প্রভাব না ফেললেও ওড়িশা, বাংলা, অন্ধ্রের মতো রাজ্যে ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে বয়ে চলা প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ফায়দা পাবে বিজেপি। এই আবহে তিনি ফের একবার ইঙ্গিত করলেন বাংলা এবং ওড়িশার মতো রাজ্যে বিজেপি আগেরবারের তুলনাতেও ভালো ফল করবে।

এদিকে প্রশান্ত কিশোর দাবি করেন, এবারে বিজেপি নিজেদের উত্তর আর পশ্চিম ভারতের গড় ধরে রাখার পাশাপাশি পূর্ব এবং দক্ষিণ ভারতে জমি দখল করবে। পূর্ব ভারতে আগের বারের তুলনায় বিজেপি এবারে বেশি আসন পাবে বলে ভবিষ্যদ্বাণী করেন পিকে। আর দক্ষিণ ভারতে আগেরবারের তুলনায় বিজেপির অন্তত ভোটের হার বাড়বে বলে দাবি করেন পিকে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence