পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, স্যাটেলাইট সেবা ব্যাহতের আশঙ্কা

১১ মে ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM

পৃথিবীতে আঘাত হেনেছে একটি শক্তিশালী সৌরঝড়। শুক্রবার (১০ মে) রাতে এ ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌরঝড়ের কারণে স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উগরে দেয় বা নির্গত করে ঠিক সেই সময় এই রকম ভূচৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। গত দুই দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এদিকে এই সৌরঝড়ের কারণে উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে অরোরা বা মেরুজ্যোতি দেখা গেছে।

আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী, সূর্য তার ১১ বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করছে। এই কারণে, করোনাল ম্যাস ইজেকশন এবং সৌর শিখা ঘটছে, যা ২০২৫ সাল পর্যন্ত চলতে থাকবে।

সৌর ঝড়ের কারণে স্যাটেলাইটে শর্ট সার্কিট হয়। পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণে মহাকাশচারীদের জীবনও হুমকির মুখে পড়তে পারে। এদিকে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বিঘ্ন ঘটাতে পারে বিদ্যুৎ পরিষেবাসহ কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাতেও।

ওসমান হাদিকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর স্মৃতিস…
  • ০৫ জানুয়ারি ২০২৬
৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়…
  • ০৫ জানুয়ারি ২০২৬
শিবিরের উদ্যোগে ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন নজরুল বিশ…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জামায়াত-এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, যা বললেন আখ…
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাটোরের চার আসনে বিএনপিতে কোন্দল, জামায়াতের কঠিন চ্যালেঞ্জ
  • ০৫ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন?
  • ০৫ জানুয়ারি ২০২৬