মো. জামশেদ হোসেন © সংগৃহীত
পটুয়াখালীর বাউফল থানার ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান এবং র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আশুলিয়ার দুর্গাপুরে অবস্থিত ‘ফ্যাশন অ্যান্ড কম’ নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পলাতক আসামি মো. জামশেদ হোসেন (৪৬) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৫জানুয়ারি) সকালে তাকে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মো. জামশেদ হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের বাসিন্দা নুরুল হক হাওলাদারের ছেলে। তাকে গ্রেপ্তারের জন্য তার বাড়ির এলাকায় ছদ্মবেশে দীর্ঘদিন অবস্থান করার পরে বাড়ির একটি সূত্র ধরে তাকে ঢাকায় শনাক্ত র্যাব-৮-এর একটি গোয়েন্দা দল।
র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাউফল থানা পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।