নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

  © ফাইল ফটো

আগামী সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজ শনিবার (৬ এপ্রিল) এই আহ্বান জানানো হয়।

সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে সোমবার। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে পরের দিন মঙ্গলবার ৯ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তবে সেদিন চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনের হবে এবং বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবে গত ১১ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ইসলাম ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ মূলত চাঁদ ওঠা না ওঠার ওপর নির্ভর করে পালিত হয়।

 

সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!