ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ১৩ হাজারের বেশি শিশু: ইউনিসেফ 

১৮ মার্চ ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
গাজার শিশু

গাজার শিশু © সংগৃহীত

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলায় ১৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। এছাড়া বেঁচে থাকা শিশুরা ভুগছে চরম অপুষ্টিতে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, তাদের কান্না করার মতোও শক্তি নেই। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যার্থরিন রাসেল রোববার সিবিএস নিউজ নেটওয়ার্ককে বলেন, হাজার হাজার শিশু আহত হয়েছে। তারা সম্ভবত ধ্বংসস্তূপের নিচে রয়েছে। বিশ্বের আর কোনো যুদ্ধে আমরা শিশুদের এভাবে হত্যার চিত্র দেখিনি।

তিনি বলেন, আমি শিশুদের একটি ওয়ার্ডে ছিলাম। তারা ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। ওয়ার্ডের পরিবেশ ছিল খুবই শান্ত। কারণ, শিশুদের কান্না করার মতো শক্তি ছিল না।

এদিকে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজায় উত্তরাঞ্চলে এক তৃতীয়াংশ শিশু চরম অপুষ্টিতে ভুগছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। এ হামলায় ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬