নাম ইউক্রেনপন্থী হওয়ায় মস্কো বিশ্ববিদ্যালয় ছাত্রের কারাদণ্ড

১০ মার্চ ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়

মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কিয়েভ-পন্থি স্লোগান দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কের নাম রাখায় রাশিয়ায় মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। চরমপন্থি সংগঠনের প্রতীক প্রদর্শনের জন্য বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে মস্কোর একটি আদালত। রবিবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মস্কো বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র তার ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম রাখে স্লাভা ইউক্রেনি, যার অর্থ ইউক্রেনের গর্ব। এর প্রেক্ষিতে একজন পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে এ ধরনের নামকরণের রিপোর্ট করলে বুধবার সকালে মস্কো থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা ওই ছাত্রের কক্ষ পরিদর্শন করে তার ব্যক্তিগত কম্পিউটার ও ওয়াই-ফাই রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে। আদালত জানিয়েছে, ওই ছাত্র স্লাভা ইউক্রেনি স্লোগানকে  প্রচার করছে। কারণ তার ওয়াই-ফাই রেঞ্জের মধ্যে অসংখ্য ব্যবহারকারী ওই নেটওয়ার্ক ব্যবহার করছে। নাৎসি বা চরমপন্থি সংগঠনের প্রতীক প্রকাশ্যে ব্যবহার করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, গত বছর রাশিয়ার যুদ্ধবিরোধী কর্মীদের দমনমূলক আইনের আওতায় আনা হয়েছিল অন্তত ২১ হাজার মানুষকে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে, কিয়েভ আক্রমণের সমালোচনা করায় হাজারো রাশিয়ানকে জেল বা জরিমানা করা হয়েছে। দেশটিতে যুদ্ধ শব্দটি বলা বা ব্যবহার করাও অনুমোদিত নয়।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬