ক্ষমতায় গেলে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন ইমরান খান

ইমরান খান
ইমরান খান  © ফাইল ছবি

রাজনীতিতে ক্ষমার প্রয়োজনীয়তা তুলে ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, ‘ক্ষমতায় আসার পর আমরা কোনো রাজনৈতিক প্রতিশোধ নেব না, তবে দেশ ও জাতির স্বার্থে আমরা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাব।’

শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে এ কথা জানান পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আলি মুহাম্মদ খান।

ইমরানকে উদ্ধৃত করে আলি মুহাম্মদ খান বলেন, দক্ষিণ আফ্রিকার সাবেক নেতা নেলসন ম্যান্ডেলার উদ্যোগে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা উল্লেখ করেন ইমরান খান।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পিটিআই নেতা আলি মুহাম্মদ আরও বলেন, ‘আমাদের অবশ্যই সত্য ও ক্ষমার দিকে ধাবিত হতে হবে। তেহরিক-ই-ইনসাফ ক্ষমতায় আসার পর পাকিস্তানকে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের পথে নেবে, প্রতিশোধের দিকে নয়।’

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫টি আসনে নির্বাচন হয়। এতে ইমরান খানের পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয় পায়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় তার দলের সরকার গঠনের সম্ভাবনা খুবই কম।

এবারের নির্বাচনে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএলএন) দ্বিতীয় সর্বোচ্চ ৭৫টি আসন পেয়েছে। আর বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন।

ধারণা করা হচ্ছে, পিপিপির সমর্থন নিয়ে পাকিস্তানে নতুন সরকার গঠন করবে পিএমএলএন। তবে এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফকে দেখা যাবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence