শাশুড়িকে মারধরের ঘটনায় গ্রেপ্তার স্কুলশিক্ষিকা

১৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
শাশুড়িকে মারধরের ঘটনায় গ্রেপ্তার স্কুলশিক্ষিকা

শাশুড়িকে মারধরের ঘটনায় গ্রেপ্তার স্কুলশিক্ষিকা © প্রতীকী ছবি

বৃদ্ধ শাশুড়িকে মারধরের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের কেরালায়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাকে গ্রেফতার করা হয়। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

অভিযুক্ত ৩৭ বছর বয়সী ওই নারী একজন স্কুলশিক্ষিকা। ভিডিওতে বৃদ্ধ শাশুড়িকে ঘুসি ও ধাক্কা মারতে দেখা যায়। এতে তিনি নিচে পড়ে যান এবং ব্যথায় কান্না করেন। দেশটির ঐ রাজ্যের কোল্লাম নামক স্থানে অভিযুক্ত নারীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বৃদ্ধার ছেলেও। 

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর ক্ষুব্ধ হন নেটিজেনরা। তারা ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাজ্য পুলিশকে। এর কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: জাবিতে ঘুরতে এসে ছাত্রলীগের হাতে ছিনতাইয়ের শিকার নোবিপ্রবির শিক্ষিকা

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দীপিকা নারায়ণ ভরদ্বাজ নামে এক ব্যক্তি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, সমাজে বয়স্কদের প্রতি দুর্ব্যবহার বেড়েই চলেছে। অভিযুক্ত নারীকে গ্রেফতার করা উচিত। 

এ নিয়ে ঠেকুম্ভগোম থানা পুলিশ গণমাধ্যমে জানিয়েছে, অভিযুক্ত মঞ্জুমল থমাসকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মারধরের শিকার শাশুড়ি স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা নেন। পরে তিনি তার ছেলেকে নিয়ে থানায় গিয়ে একটি অভিযোগ করেন।

একজন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত মঞ্জুমলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬