ছেঁড়া জিন্স না পরা শর্তে কলেজে ভর্তির সুযোগ!

০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে

আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে © সংগৃহীত

কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়ে সেটি হলো পরীক্ষার ফলাফল। যার ফলাফল যত ভালো সে তত দ্রুত ভর্তির সুযোগ পায়। তবে এবার ভিন্ন এক শর্ত দিয়ে কলেজে ভর্তি হতে হচ্ছে শিক্ষার্থীদের। শর্ত হচ্ছে- কোনো প্রকার ছেঁড়া জিন্স পরা যাবে না। ঘটনাটি ভারতের দক্ষিণ কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে। ‘ছেঁড়া জিন্স বা অশালীন পোশাক পরব না’ এমন কথা লিখিতভাবে কর্তৃপক্ষকে দিলেই মিলছে কলেজে ভর্তির সুযোগ। 

ভারতীয় সংবাদ মাধ্যম ই-টিভি বাংলার খবরে বলা হয়, কয়েক বছর আগে একই কারণে আলোচিত হয়েছিল জগদীশচন্দ্র বসু কলেজ। তখন এ নির্দেশনা জারি করে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্ত এবার আরও কয়েক ধাপ এগিয়ে সরাসরি মুচলেকা দিয়েই ভর্তি হতে হচ্ছে।

মুচলেকা নেওয়ার বিষয়ে কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি বলেন, ‘গতবছর আমরা নির্দেশনা দিয়েছিলাম। তখন সেই নির্দেশনা অনেকেই অমান্য করেছিল। আমি মনে করছি, এই ধরনের পোশাক পরা অশালীন। তাই কোনোভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। সেই কারণেই ভর্তির সময় হলফনামায় সই করিয়ে নিচ্ছি।’ 

এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করার পর কলেজের অধীনে। সে সময় কলেজের নিয়ম মেনেই চলতে হবে। আবার কলেজ থেকে বের হওয়ার পর তারা স্বাধীন। তখন তারা কী করতে চান সেটা তাদের নিজস্ব বিষয়।’

মেডিকেল অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৮ জানুয়ারি
  • ০২ জানুয়ারি ২০২৬
গণঅভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেলেও হাসপাতালের বিছানাবন্দি ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
রাতে ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
  • ০২ জানুয়ারি ২০২৬
আন্দোলনে বছরজুড়ে আলোচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০২ জানুয়ারি ২০২৬
কারা থাকছে বিশ্বকাপ স্কোয়াডে, আলোচনায় নতুন-পুরাতন মুখও
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!