মালিক খুশি হয়ে পদোন্নতি দিয়ে বেতন বাড়ালেও নিলেন না তরুণী

০৯ জুলাই ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
মালিত শিবাংশী বর্মা বেতন বাড়ানো ও পদোন্নতি দিতে চাইলেও নেননি দীক্ষা

মালিত শিবাংশী বর্মা বেতন বাড়ানো ও পদোন্নতি দিতে চাইলেও নেননি দীক্ষা © আনন্দবাজার

কলেজ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ভারতের বেঙ্গালুরুর একটি স্টার্ট-আপ সংস্থায় কাজ পেয়ে গিয়েছিলেন। তবে নতুন চাকরিতে বিশেষ সুবিধা করতে পারেননি এক তরুণী। কাজে যোগ দেওয়ার মাস দেড়েক পর চাকরি হারানোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। সংস্থার মালকিনের কাছে অনুরোধ করে অন্য বিভাগে দায়িত্ব পান। সেখানে অবিশ্বাস্য গতিতে তাঁর উন্নতি দেখে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির প্রস্তাব দেয় কর্তৃপক্ষ। কিন্তু তা নিতে রাজি নন তিনি।

সম্প্রতি নিজের সংস্থার এক তরুণী কর্মীর এমন কীর্তি প্রকাশ্যে এনেছেন ওই সংস্থার প্রতিষ্ঠাতা শিবাংশী বর্মা। জানিয়েছেন, এমন কর্মীর ওপরেই ভরসা করতে চান তিনি। আইআইটিতে থেকে স্নাতক স্তরে পড়াশোনার সময় থেকেই ব্যবসায় ঝোঁক শিবাংশীর। প্রথম বর্ষে পড়ার সময় একটি সংস্থাও খুলেছিলেন। তবে তা জমেনি।

স্নাতকের ডিগ্রি নেওয়ার পর একটি স্টার্ট-আপ সংস্থা খোলেন তিনি। ওজন ঝরানোর জন্য কায়দা শেখানোই কাজ ছিল সংস্থার অ্যাপের। শিবাংশীর দাবি, স্বাস্থ্যসচেতন মানুষ যাতে ডায়েট না করে বাড়তি ওজন কমিয়ে ফেলতে পারেন, সে পথ দেখায় তাঁর অ্যাপ। ব্যবসার সঙ্গী হিসাবে সন্দীপ কুমার নামে একজনের সঙ্গ পেয়েছেন শিবাংশী। তাঁর স্টার্ট-আপে তিনি সহ-প্রতিষ্ঠাতা।

শিবাংশীর দাবি, ওজন ঝরানোর জন্য দিনে মাত্র ৫-১০ মিনিট খরচ করতে হবে ব্যবহারকারীকে। খাওয়াদাওয়া, ঘুম বা ঘোরাফেরার বিষয়ে সাহায্য করতে পারে এটি। ব্যবহারকারীর মানসিক দিকটিও খেয়াল রাখতে কাজে আসবে অ্যাপ। বাজারে আসার মাস চারেকের মধ্যেই ২০ হাজারের বেশি অ্যাপটি ব্যবহার করছেন বলেও দাবি শিবাংশীর। অ্যাপ থেকে নাকি পাঁচ হাজারের বেশি জন সুবিধা পেয়েছেন।

এ সংস্থায় নতুন কর্মী হিসেবে দীক্ষাকে নিয়োগ করেছিলেন শিবাংশী। কলেজ থেকে বের হওয়ার পরই কাজে রাখা হয়েছিল। তবে নিয়োগের ছ’সপ্তাহ পর শিবাংশীদের মনে হয়েছিল, বিশেষ উন্নতি করতে পারছেন না তিনি। ফলে তাঁকে ছাঁটাইয়ের চিন্তাভাবনা শুরু হয়েছিল। ছাঁটাই হতে পারেন জানতে পেরে সরাসরি শিবাংশীর সঙ্গে কথা বলেন দীক্ষা। ছাঁটাইয়ের আগে একটা সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। সংস্থায় অন্য দায়িত্বে দেওয়ার জন্য শিবাংশীকে রাজি করেন।

দীক্ষার অনুরোধে রাজি হন শিবাংশী এবং সন্দীপ। টুইটারে এ কাহিনি জানিয়ে শিবাংশী লিখেছেন, অন্য দায়িত্ব পালন শুরু করেছিলেন দীক্ষা। সবাইকে অবাক করে নতুন দায়িত্বে নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করেন। নতুন কাজে এতটাই সফল হয়েছিলেন যে আমরা ওঁকে নিয়ে দ্বিতীয় বার ভাবতে বাধ্য হই।

দু’মাসের মধ্যে দীক্ষার কাজে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন শিবাংশী এবং সন্দীপ। আনকোরা কর্মী হলেও তাঁকে সংস্থায় সিনিয়র পদে নিয়োগ করার জন্য প্রস্তাব দেন। পদোন্নতির ফলে তাঁর বেতনও বৃদ্ধি করা হয়েছিল। তবে শিবাংশীদের হতবাক করে দেন দীক্ষা। শিবাংশী লিখেছেন, আমার সঙ্গে কথা বলেছিলেন দীক্ষা। বেতন বৃদ্ধি না করার অনুরোধও করেন। ওকে যোগ্য মনে করা না-পর্যন্ত এমনই করতে বলেছিলেন।

সংস্থা কর্তৃপক্ষের কাছে কেন এ অনুরোধ করেছিলেন দীক্ষা? শিবাংশীর কাছে তিনি বলেছিলেন, এ সংস্থায় আরও অবদান রাখতে চান। শিবাংশীর মতে, দীক্ষার অনুরোধ শুনে অনেকেই তাঁকে অপ্রতিভ মনে করতে পারেন। তবে এতে তার সততা প্রমাণিত হয়। বেশির ভাগ লোকজনই ভাবেন, দীক্ষা আদতে ভালমানুষ অথবা চালাকচতুর নন। তবে আমি অন্য চোখে দেখি।

শিবাংশীর কথায়, পঞ্চাশ জনের বেশি কর্মীর সঙ্গে কাজ করেছি আমি। ৮০০’র বেশি প্রার্থীর ইন্টারভিউ নিয়েছি। সবার অর্থ চাই। দীক্ষাকে অত্যন্ত সৎ কর্মী বলে মনে করি। এমন মানুষ যিনি নিজেকে প্রমাণ করতে আগ্রহী, যিনি সংস্থার সুচিন্তা করেন। এমন একজনকে আমি ভরসা করতে পারি। আনন্দবাজার।

টেকনাফ সীমান্তে আটক ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী কারাগারে
  • ১৪ জানুয়ারি ২০২৬
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা, আদালতে আসামির দায় স্বীকার
  • ১৪ জানুয়ারি ২০২৬
কলেজ পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ শিক্ষক’ মো. নিজাম উদ্দিন
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের কম…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিদেশে সাইফুজ্জামানের ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9