রোজার সংখ্যা ও ঈদের সম্ভাব্য দিন জানাল আরব আমিরাত

মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে ২১ এপ্রিল
মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে ২১ এপ্রিল  © ফাইল ছবি

দেখতে দেখতে রমজানের ১২টি রোজা শেষ হচ্ছে। মাহে রমজানের শেষে ঈদুল ফিতরের আনন্দ। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় কড়া নাড়ছে এ উৎসব। শাওয়াল মাসের ১ তারিখ পবিত্র ঈদুল ফিতর পালিত হয়।

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে রমজান শুরু হয় গত ২৩ এপ্রিল। পবিত্র রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়। এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। 

দেশটির জ্যোতির্বিদরা জানিয়েছেন, এ বছর ২৯টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে এ বছর সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হবে ২১ এপ্রিল (শুক্রবার)। সে হিসেবে ২০ এপ্রিল রমজান মাস শেষ হবে। ২১ এপ্রিল শাওয়াল মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটির সরকার ছুটি থাকবে ২১,২২ ও ২৩ এপ্রিল। 

ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে অনেকে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রতি বছর অনেক মানুষ ঈদের ছুটিতে ঘুরতে যান। বিশেষ করে আজারবাইজান, জার্জিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান ও কিরগিস্তানে ঘুরতে যাওয়ার প্রবণতা বেশি।


সর্বশেষ সংবাদ