অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

০৯ মার্চ ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
গাজী আজরাফ এজাজ

গাজী আজরাফ এজাজ © সংগৃহীত

অস্ট্রেলিয়াযর মেলবোর্নের দক্ষিণ-পূর্ব শহরে সড়ক দুর্ঘটনায় গাজী আজরাফ এজাজ নামে একজন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এজাজ।

বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সেভেন নিউজ ডট কম এইউ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সেভেন নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৬.৪০ মিনিটে মাউন্ট ওয়েভারলির ওয়েভারলি আরডি এবং স্টিফেনসন্স রোডের সংযোগস্থলে সংঘর্ষটি ঘটে। ঘটনাস্থলে পুরুষ সাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেছিলেন তবে তাকে পুনরুজ্জীবিত করা যায়নি।

এজাজের পারিবারিক সূত্র জানিয়েছে, শরীরচর্চার উদ্দেশ্যে সকালে সাইকেল নিয়ে বের হন এজাজ। ওয়েভারলি ও স্টিফেনসনস সড়কের চৌরাস্তায় একটি ট্রাক তার সাইকেলকে চাপা দেয়। ট্রাকচালকের ফোনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র এক মাসের মধ্যে শহরতলির মেলবোর্ন সড়কে একটি ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহতের এটি দ্বিতীয় ঘটনা।দুর্ঘটনার পর, ভিক্টোরিয়ান গ্রিনস সাইকেল চালকদের জন্য সড়ক নিরাপত্তার বিষয়ে একটি সংসদীয় তদন্তের আহ্বান জানিয়ে বলেছে যে এটি হবে "ভবিষ্যত সাইক্লিস্টের আঘাত, সংঘর্ষ এবং ভিক্টোরিয়ান রাস্তায় মৃত্যু প্রতিরোধ করার সর্বোত্তম উপায়"।

আরও পড়ুন: গুলিস্তান বিস্ফোরণে নিহত বেড়ে ২১।

ভিক্টোরিয়ান গ্রিনস ডেপুটি লিডার এলেন স্যান্ডেল বলেছেন, "এই যুবকের মৃত্যু একটি প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি ছিল, একটি সরকার যা সাইক্লিস্ট এবং পথচারীদের খুব কম যত্ন এবং চিন্তাভাবনা করেন।"

তিনি আরও বলেন, অনেক সাইকেল চালক এবং পথচারীকে আমাদের রাস্তায় অকারণে বিপজ্জনক এবং জীবন-হুমকিপূর্ণ পরিস্থিতিতে ফেলা হচ্ছে কারণ ভিক্টোরিয়ান লেবার সরকারের ভুল অগ্রাধিকার রয়েছে যখন আমাদের রাস্তায় আসে।

এজাজের এক প্রতিবেশী বাংলাদেশি মাহবুব স্মারক বলেন, ‘এজাজ আমাদের পরিচিত ছিলেন। বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এজাজ। এরও আগে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শেষ করেছিলেন তিনি। তাঁর এই অকাল মৃত্যু খুবই দুঃখজনক।’

মার্চে পাকিস্তান সিরিজে সাকিবকে ফেরাতে চায় বিসিবি
  • ৩০ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির দায়ে বহিষ্কার সেই নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবিতে দশ মিনিট পরেও কেন্দ্রে প্রবেশ করেছে ভর্তি পরীক্ষার্থ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬