ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটি দেবে কেরালা বিশ্ববিদ্যালয়

মাতৃত্বকালীন ছুটি
মাতৃত্বকালীন ছুটি  © প্রতীকী ছবি

কর্মজীবী নারীদের মতো মেয়ে শিক্ষার্থীদের ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেরালা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ১৮ বছরের বেশি বয়সী ছাত্রীদের জন্য ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে ভারতের কেরালার রাজ্য-চালিত কেরালা বিশ্ববিদ্যালয়। ঋতুস্রাবের কারণে ক্লাসে মেয়ে শিক্ষার্থীদের বার্ষিক হাজিরা কমিয়ে ৭৩ শতাংশ করার বিষয়ে রাজ্য সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়ার কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয়টি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, মেয়ে শিক্ষার্থীরা এখন থেকে ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন এবং কোনও শিক্ষার্থী ছুটিতে গেলে (ছুটি শেষে) আবার ভর্তি না হয়েই তারা তাদের ক্লাস শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

আরও পড়ুন: অনিয়মিত শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির সুযোগ নেই: আপিল বিভাগ।

কেরালার রাজ্য-চালিত এই বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট আরও বলেছে, কোনো শিক্ষার্থী মাতৃত্বকালীন ছুটিতে যেতে চাইলে আবেদনকারীর মেডিকেল রেকর্ড যাচাই করার দায়িত্ব থাকবে কলেজের অধ্যক্ষদের ওপর এবং ছুটি শেষ হলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই তাদের ফের ক্লাসে যোগদানের অনুমতি দেওয়া যাবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে গর্ভকালীন পরিস্থিতিতে মেয়ে শিক্ষার্থীদের তিন মাস মাতৃত্বকালীন ছুটি কাটানোর অনুমোদন দেয় কেরালার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় (এমজেইউ)।


সর্বশেষ সংবাদ