কানাডার সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশি শিক্ষার্থীর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ AM
কানাডার টরেন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন চালক। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পর গাড়িটিতে আগুন ধরে যায়।
টরেন্টো সান ও সিবিসি নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে এক নারীর বয়স ২০ বছর। অন্য দু’জন ২০ বছর ও ১৭ বছর বয়সী। আর আহত চালকের বয়স ২১ বছর। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্টারিও প্রদেশের পুলিশ (ওপিপি) জানিয়েছে, হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। অতিরিক্ত গতিতে চলছিল সেটি। একপর্যায়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটে।
টরেন্টো ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। গাড়িতে চার আরোহী ছিলেন, তারা সবাই বাংলাদেশি। পড়াশোনার ভিসা নিয়ে তারা টরেন্টোয় অবস্থান করছিলেন। গুরুতর আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে সড়কে।