ভারতে

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ  © টিডিসি ফটো

আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে হেরে গিয়েছেন লিওনেল মেসিরা। দুদিন পরে নামতে চলেছে ব্রাজিল। নেইমারদের ম্যাচের আগেই এই দুই দেশের সমর্থকের মধ্যে মারামারি লেগে গেল ভারতের কেরালায়।

কোল্লাম জেলার ঘটনা। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রোববার ওই ঘটনা ঘটেছে। দুই দলের সমর্থকরাই নিজেদের দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন। সেখানেই সমর্থকদের মধ্যে ঝামেলা লাগে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত রোববার কেরালার কোল্লাম জেলায় ঘটেছে এই সংঘর্ষ। তার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

স্থানীয়রা জানিয়েছেন, বিশ্বকাপের উদ্বোধনীর আগে গত রোববার নিজ নিজ দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। একপর্যায়ে তাদের মধ্যে গণ্ডগোল লাগে।

৯০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই দলের সমর্থকরাই একে অপরকে আঘাত করছেন। কিল-ঘুষির পাশাপাশি লোহার পাইপ নিয়ে প্রতিপক্ষকে পেটাচ্ছেন কেউ কেউ। শেষ পর্যন্ত স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অবশ্য তার আগেই আহত হন দু’দলের বহু সমর্থক।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কারণ, কোনো পক্ষই পুলিশের কাছে অভিযোগ জানায়নি। তবে ঘটনার ভিডিও যিনি ভাইরাল করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের দাবি, সেই ভিডিও দেখে অন্য জায়গায় ফুটবলপ্রেমীদের মধ্যে ঝামেলা হতে পারে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেই ভিডিও সরানোর তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!