পড়াশোনা চালাতে স্কুলশেষে বাদাম বিক্রি করেন বিনিশা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০১:৩৬ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২২, ০১:৩৬ PM
প্রবল ইচ্ছা আর অদম্য জেদ থাকলে যে সমস্ত প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে দেওয়া যায়, এমন দৃষ্টান্ত মাঝেমধ্যেই আমাদের আশপাশে দেখাতে পাওয়া যায়। সেই তালিকায় আরও একটি নতুন সংযোজন ভারতের কেরলের বিনিশা। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রী।
জানা গেছে, বাবা দিনমজুরের কাজ করেন। পাড়ায় পাড়ায় ঘুরে বাদাম ফেরি করে বেড়ান মা। ফলে ছোট থেকেই অভাবের সংসারে বেড়ে উঠেছে বিনিশারা। বিনিশারা দুই বোন। বিনিশা ছোট।
বাবা-মায়ের উপার্জনে সংসার কোনওরকমে চললেও, তাদের দুই বোনের পড়াশোনার খরচ চালাতে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়। ফলে এক প্রকার বাধ্য হয়েই বিনিশার দিদিকে মাঝপথেই পড়াশোনা ছাড়তে হয়।
আরও পড়ুন: বাদাম বিক্রি বন্ধ করে গায়ক হতে চান ভুবন বাদ্যকর
অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে দিদিকে, এটা মেনে নিতে পারছিল না ছোট্ট বিনিশা। স্থির করেছিল, সংসারের হাল ধরতেই হবে তাকে। ইতিমধ্যেই, দিদির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। ধারদেনা করে সেই বিয়ের পর্ব মেটানো হয়। কিন্তু সেই ধারের বোঝা দিন দিন পাহাড়প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল। চিন্তায়, উদ্বেগে বিনিমার মা অসুস্থ হয়ে পড়েন। পায়ে ব্যথার কারণে বাদাম বিক্রি করা বন্ধ হয়ে গিয়েছিল।
ফলে এক দিকে দেনার বোঝা, অন্যদিকে এক জনের আয় কমে যাওয়া—সব মিলিয়ে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে ওঠে। কিন্তু এই প্রতিকূলতার কাছে হার মানেনি বিনিশা। সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নেন তিনি। মাকে রেহাই দিয়ে নিজেই বাদাম বিক্রি করা শুরু করে। পাশাপাশি পড়াশোনাও।
বিনিশা জানান, সকালে স্কুল যাওয়া, স্কুল থেকে ফিরে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বাদাম বিক্রি করেন তিনি। তারপর বাড়ি ফিরে পড়াশোনা করেন। তিনি কখনোই চান না, দিদির মতো তারও পড়াশোনা মাঝপথেই ছিন্ন হয়ে যাক। তাই তার এই অদম্য জেদ আর ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে আর্থিক অনটন। [সূত্র: আনন্দাবাজার]