২০ বছরের ছাত্রীর সাথে ৫২ বছরের শিক্ষকের প্রেম, করলেন বিয়ে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৭:৩৮ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২২, ০৭:৩৮ PM
প্রেম মানে না কোনো বাধা ও যুক্তি। তারই এক নতুন নিদর্শন গড়লেন পাকিস্তানের এক শিক্ষক ও শিক্ষার্থী। দু’জনের বয়সের পার্থক্য ৩২ বছরের। তবুও তারা আগামী দিনে এক সঙ্গে পথচলার জন্য একে অপরের হাত ধরেছেন।
এক প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, বি.কমের ছাত্রী জোয়া নুর। তার ক্লাসে পড়াতেন শিক্ষক সাজিদ আলি। পড়তে পড়তেই শিক্ষককে মন দিয়ে ফেলেছিলেন জোয়া। সাজিদের ব্যক্তিত্ব আকৃষ্ট করেছিল তরুণীকে।
তবে হুট করেই জোয়ার প্রেমে পড়েননি পঞ্চাশোর্ধ্ব সাজিদ। তিনি প্রথম দিকে ছাত্রীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু জোয়ার প্রেমের টানে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি সাজিদ। তারপরই দু’জনের চার হাত এক হয়। এক ইউটিউবারকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের প্রেমের কাহিনি শুনিয়েছেন জোয়া ও সাজিদ।
আরও পড়ুন: চবিতে খাবারের মান যাচাইয়ে টিউটররা খাবেন হলের খাবার
জোয়া জানিয়েছেন, কলেজেই সাজিদকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু প্রথমে তা প্রত্যাখ্যান করেন সাজিদ। জোয়াকে সাজিদ বলেছিলেন, ‘আমাদের মধ্যে ৩২ বছরের পার্থক্য। আমরা বিয়ে করতে পারি না।’ তবে মনের মানুষকে কাছে পেতে নাছোড়বান্দা মনোভাব ছিল জোয়ার।
তাই প্রাথমিকভাবে তার প্রস্তাব সাজিদ ফিরিয়ে দিলেও তিনি ভেঙে পড়েননি। আবার ছাত্রীকে বিয়ে করা নিয়ে সাজিদেরও কোনো গোঁড়ামি ছিল না। সিদ্ধান্ত নেয়ার জন্য এক সপ্তাহ সময় নিয়েছিলেন সাজিদ।
সূত্র: আনন্দবাজার