নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না জাতীয় দলের খেলোয়াড়রা

সাকিব-মাশরাফির নির্বাচনী প্রচারণায় ক্রিকেটাররা
সাকিব-মাশরাফির নির্বাচনী প্রচারণায় ক্রিকেটাররা   © সংগৃহীত

জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার বিষয়ে সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সব পক্ষকে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অতীতের কয়েকটি নির্বাচনে খেলোয়াড়দের প্রচারণায় দেখা গেলেও আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবার আগেভাগেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং সব নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা কাম্য নয়।’  

চিঠিতে দুটি বিষয়ে ফেডারেশন ও খেলোয়াড়দের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণায় সরাসরি বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা যাবে না। কোনো নির্বাচনী সমাবেশ বা প্রচারণামূলক মঞ্চে উপস্থিত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

এনএসসির চিঠিতে আরও বলা হয়, ‘উপরোক্ত নির্দেশনাসমূহের যেকোনো ব্যত্যয় দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে, যা একেবারেই অনভিপ্রেত । তাই দেশের সার্বিক কল্যাণে নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, গত নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান অংশ নিয়েছিলেন। তাদের পাশাপাশি বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের প্রচারণায়ও বিভিন্ন ক্রিকেটারকে দেখা গিয়েছিল।


সর্বশেষ সংবাদ