জাতীয় বয়স ভিত্তিক সাঁতারের প্রথম দিন

জাতীয় বয়স ভিত্তিক সাঁতারের প্রথম দিনে মাইশার নতুন জাতীয় রেকর্ড

২১ মে ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৯:০৪ AM
সুইমিং কমপ্লেক্সে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন

সুইমিং কমপ্লেক্সে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন © সংগৃহীত

৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার প্রথম দিনে একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বালিকা ১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইলে বিকেএসপির মাইশা আক্তার মিম নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০১২ সালে করা আনসারের নাজমা খাতুনের রেকর্ড ভেঙেছেন তিনি। 

প্রথম দিন ২৪টি ইভেন্ট শেষে পদক তালিকার শীর্ষে বিকেএসপি। ১৭টি স্বর্ণ, সমান সংখ্যক রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জিতেছে বিকেএসপির সাঁতারুরা। একটি করে স্বর্ণ জিতেছে শিলাইদাহ সুইমিং ক্লাব, বগুড়া সুইমিং ক্লাব, আলমগীর সুইমিং ক্লাব, ঝিনাইদহ সুইমিং ক্লাব, ডেফোডিল সুইমিং ক্লাব, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও বগুড়া সুইমিং সেন্টার। 

এদিন সকাল থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন, সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ভাই। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন। 

৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপিসহ মোট ৮০টি দলের প্রায় ৫৫০ জন সাঁতারু অংশ নিচ্ছে। সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্টসহ (১ মি. স্প্রিং বোর্ড, ৩ মি. স্প্রিং বোর্ড, ৫ মি. প্ল্যাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। বয়সভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতাকে ৫টি গ্রুপে (অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০) ভাগ করা হয়েছে।

বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদানের পাশাপাশি আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। স্বর্ণজয়ী ২ হাজার টাকা, রৌপ্যজয়ী এক হাজার টাকা ও ব্রোঞ্জ জয়ের জন্য ৫০০ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া জাতীয় রেকর্ড গড়লে থাকছে ৫ হাজার টাকার অর্থ পুরস্কার।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬