এসএ গেমসে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ

এসএ গেমসে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ
এসএ গেমসে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ   © সংগৃহীত

আগামী বছর ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ হতে ২৬টি ডিসিপ্লিনে দল প্রেরণের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এই দলের সেফ দ্য মিশন নিযুক্ত হয়েছেন বিওএ’র সদস্য ড. সিরাজউদ্দিন মো. আলমগীর।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকার সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এসএ গেমসে অংশগ্রহণকারী ইভেন্টগুলো হলো: আরচ্যারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শ্যুটিং, স্কোয়াশ, সাঁতার, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ভারোত্তোলন, রেসলিং, রাগবি, উশু, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার।

এ ছাড়া আগামী ২২-৩১ অক্টোবর বাহারাইনে অনুষ্ঠিতব্য তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসে বাংলাদেশ হতে ১৩টি ডিসিপ্লিনে দল প্রেরণের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই গেমসে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন নিযুক্ত হয়েছেন বিওএ’র সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর।

আগামী ৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নেবে। এই দলের সেফ দ্য মিশন মনোনীত হয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.)।

এদিকে ১০ম বাংলাদেশ গেমস আগামী বছর মার্চ মাসে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশে ক্রীড়ার মান উন্নয়ন এবং উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের চাহিদা পূরণের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত সভায় গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence