মাননীয় প্রধানমন্ত্রী, সব হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগের জন্য জোর অনুরোধ করছি
- তন্ময় ঘোষাল
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০১:৫৪ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২০, ০১:৫৪ PM
দেশের সকল ফার্মাসিস্ট জীবনের ঝুঁকি নিয়ে ঔষধ সংকট মেটাতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। কেউ কেউ ফার্মেসিতে বসে রোগীদের সাথে কাউন্সিল করছে যাতে তারা সঠিক পথে চলে। গুজবে কান না দেয়। ফার্মাসিস্টদের এই পরিশ্রম দেশের এই চরম মুহূর্তের জন্য।
গতকাল আমাদের একজন প্রবীণ ফার্মাসিস্ট ড. মনোরঞ্জন পাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালে। স্যারের এই বিষয়টা নিয়ে কোন সংবাদ মাধ্যম প্রচার করেনাই।
কোন রকম পিপিই বা এন৯৫ মাস্ক ছাড়াই তারা কাজ করে যাচ্ছে। কিন্তু তাদেরকে মূল্যায়ন করবার কেউ নেই। উন্নত বিশ্বের সকল হাসপাতালে ফার্মাসিস্টকে নিয়োগ দিয়ে ডাক্তারের সাথে ফার্মাসিস্ট মিলে মানুষকে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করেন। আমাদের দেশে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন প্রস্তুতিও নেই। আমরা অসংখ্যবার বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু কোন পজিটিভ উত্তর পাইনি।
আজ আপনাদের মাধ্যমে দেশের উন্নত চিকিৎসার কথা ভেবে দেশের এই চরম পরিস্থিতিতে অনতিবিলম্বে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগের জন্য জোর অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আশা করি জননেত্রী মাননীয় প্রধানমমন্ত্রী আমাদের পাশে দাঁড়াবেন।
হসপিটাল ফার্মাসিস্ট দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ যে কারণে আজ বহির্বিশ্বের উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। আমাদের দেশে বছরের পর বছর ধরে হসপিটাল পরিচালনা হচ্ছে শুধুমাত্র ডাক্তার এবং নার্স দ্বারা। সরকারি কোন উদ্যোগ নেয়া হয়নি গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেয়ার ব্যাপারে।
আজ দেশের এই কঠিন সময়ে আমাদের দেশের ফার্মাসিস্টগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের ঔষধের ঘাটতি যাতে না হয়ে পরে তার জন্য সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। অনেক ফার্মাসিস্ট অফিসের পরে ফার্মেসিতে বসে রোগীদের সাথে অনবরত কাউন্সেলিং করে যাচ্ছে যাতে করোনা ভাইরাস নিয়ে কেউ অযথা কোন ভয় না পাই আর সচেতন থাকে। সাথে সাথে কোন সিম্পটম দেখা দিলে কি করবে তাও বুঝিয়ে দিচ্ছে। হয়তো আমাদের পিপিই বা এন৯৫ মাস্ক নেই তবু আমরা দেশের মানুষ এবং সর্বোপরি দেশের কথা ভেবে নিজেদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে কাজ করে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিচক্ষণ এবং জ্ঞানী ও সর্বোপরি একজন মমতাময়ী দেশের সকল স্তরের মানুষের জন্য। হয়তো এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোন কথাই তোলা হয়নি। তবু আমরা ফার্মাসিস্টগোষ্ঠী এই অনুরোধ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে। আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী বিষটি গুরুত্বসহকারে নিবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন।
আমরা ফার্মাসিস্টরা সকল জায়গাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি দেশ এবং দশের জন্য। কিন্তু আমাদের যে সেক্টরটাতে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আজও অপূর্ণ রয়েছে। জায়গাটা হল হাসপাতাল যেখানে ফার্মাসিস্ট পোস্টটি আজও অপূর্ণ।
বিশ্বের সকল উন্নত দেশে ডাক্তার এবং ফামাসিস্ট মিলে রোগীদের সেবা দেন বলেই ওসব দেশের চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত। আজ দেশের এই দুঃসময়ে হসপিটালে ফার্মাসিস্ট নিয়োগ জরুরী, যাতে রোগীদের যথার্থ উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়।
আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা বিবেচনা করে অনতিবিলম্বে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগের ব্যাবস্থা করবেন এবং এইখাতে আমাদেরকে দেশ ও দশের সেবাদানে যুক্ত করবেন।
লেখক: ফার্মাসিস্ট, এম. ফার্ম.