© টিডিসি ফটো
আজ ১৪ ফেব্রুয়ারি, বহস্পতিবার সকাল এগারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাবি সিংগেল সোসাইটি। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এসময় তারা ‘দুনিয়ার সিংগেল এক হও লড়াই করো’, ‘কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘মিঙ্গেলদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ সহ পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
এদিকে সিঙ্গেল সোসাইটির নেতা-কর্মীদের সিঙ্গেলত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তাদের মধ্যে অনেককে বিকালে প্রেমিকার হাত ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে বেড়াতে দেখেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবি সিঙ্গেল সোসাইটির একজন প্রভাবশালী নেতা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসব বিরোধী দলের চক্রান্ত এবং স্রেফ গুজব!
অন্যদিকে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে টিএসসিতে ফাটাফাটি কনসার্টের আয়োজন করেছে বাংলালিংক। চলবে রাত পর্যন্ত। টিএসসির পাশেই মিনিস্টার কোম্পানির উদ্যোগে বসানো হয় একটি বিশাল হোয়াইট বোর্ড। যেখানে প্রিয়জনের উদ্দেশ্য খোলা বার্তা লেখার ব্যবস্থা করা হয়। সেখানে একজন সিঙ্গেল লিখেছেন, ‘নিজেকে ভালবাসো!’