ক্ষয়ে যাওয়া সমাজের আদিরূপ ধর্ষণ

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০২ PM

© সংগৃহীত

পত্রিকার পাতা বা টেলিভিশনের পর্দা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুললেই আমরা প্রতিনিয়ত ধর্ষণের সংবাদ পেয়ে থাকি। ধর্ষণ আজ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আজ পাঁচ বছরের একটা মেয়ে শিশুও নিরাপদ নয়। সমাজে পচন ধরেছে, অবক্ষয় ঘটেছে সমাজ ব্যবস্থার।

একটা সমাজ যখন এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে রূপান্তরিত হতে থাকে। তখন সেই সমাজে কিছু রোগ ধরা পড়ে। ধর্ষণ আজ আমাদের সমাজ ব্যবস্থার সেই রোগ। দেশ উন্নত হচ্ছে, মানুষ প্রগতিশীল হচ্ছে। আমরা পশ্চিমা সমাজ ব্যবস্থা অনুসারে সমাজকে গড়ে তুলতে মারিয়া। ফলশ্রুতিতে ধর্ষণের ঘটনা নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা সমাজে অগাধ যৌন মেলামেশার কারণে সে দেশগুলোতে ধর্ষণের ঘটনাগুলো প্রতিনিয়ত পত্রিকার পাতায় আসে না । আমরা না পারছি পুরোপুরি পশ্চিমা সংস্কৃতি বুকে লালন করতে, না পারছি আমাদের নিজস্ব রক্ষণশীল সমাজকে ধরে রাখতে। ফলশ্রুতিতে আমাদের সমাজে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকাও অনস্বীকার্য। মিডিয়ায় চোখ বুললেই নারীর কাম-উদ্দীপক অঙ্গভঙ্গিমা, অভিনয়, অঙ্গ প্রদর্শন আমরা দেখতে পাই। এটা পুরুষের কাম-বাসনাকে জাগিয়ে তুলে। ফলশ্রুতি ধর্ষণের ঘটনা ঘটছে। ইন্টারনেটের এই যুগে আমাদের তরুণ সমাজ প্রতিনিয়ত পর্ণ সাইটে প্রবেশ করছে। সেখানের অশ্লীলতা তাদের মস্তিষ্কে প্রতিনিয়ত নাড়া দিচ্ছে। কামাসক্ত হতে বাধ্য করছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, বাহুবল, ক্ষমতার দাপট, শিক্ষার অভাব, নিঃসঙ্গ জীবন, হতাশা, মাদকাসক্ত ইত্যাদির কারণে প্রতিদিন দেশের কোথাও না কোথাও ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে।

ধর্ষণের মত জঘন্য এই সামাজিক ব্যাধিকে সমাজ থেকে দূর করতে চাই আইনের সুষ্ঠু প্রয়োগ। পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি জোর দিতে হবে। মানুষ যদি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে তবে সমাজে থেকে ধর্ষণের মত জঘন্য এই বিষবাষ্প উপড়ে ফেলা সময়ের ব্যাপার মাত্র।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬