২৭ ডিসেম্বরের মধ্যে বাদ পড়াদের ভি রোল ফরম পাঠানোর নির্দেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে (সেসিপ) নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে যারা এখনো ভেরিফিকেশন ফরম পাঠায়নি তাদের আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে ভি রোল ফরম পূরণ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আর কারো ভি রোল ফরম গ্রহণ করা হবে না।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব শিক্ষামান) কাজী কামরুল আহছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ৮৭ জনের ভি রোল ফরম পাওয়া যায়নি। এই প্রার্থীদের আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে চার কপি ভি রোল ফরম যথাযথভাবে পূরণ করে এনটিআরসিএর কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, যেসব প্রার্থীর ভি রোল ফরম পাওয়া যায়নি তাদের তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রার্থীদের মুঠোফোনে এসএমএস করেও বিষয়টি জানানো হবে। ২৭ ডিসেম্বরের পর আর কোনো ভি রোল ফরম গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তি

 


সর্বশেষ সংবাদ