১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া চলছে

২৮ নভেম্বর ২০২১, ১০:২৬ AM
১৭তম নিবন্ধনের সংশোধিতি সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া চলছে

১৭তম নিবন্ধনের সংশোধিতি সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া চলছে © ফাইল ছবি

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া চলছে। চূড়ান্ত অনুমোদন শেষে এটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠানো হবে।

রোববার (২৮ নভেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন।

তিনি বলেন, ১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদ হয়ে যাবে। এটি এখন সচিব মহোদয়ের কার্যালয়ে আছে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে আমরা এটি এনটিআরসিএতে পাঠিয়ে দেব।

কবে নাগাদ সংশোধিত সিলেবাস এনটিআরসিএতে পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে। আজ রবিবার অনুমোদন হয়ে গেলে এটি আজই এনটিআরসিএতে পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা পুরোপুরি নিয়ন্ত্রনে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা।

গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ৮ দিনই ছুটির সুযোগ সরকারি চাকরিজী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬