প্যানেল নিয়োগের সুযোগ নেই: এনটিআরসিএ চেয়ারম্যান

প্যানেল নিয়োগের সুযোগ নেই: এনটিআরসিএ চেয়ারম্যান
প্যানেল নিয়োগের সুযোগ নেই: এনটিআরসিএ চেয়ারম্যান  © ফাইল ফটো

এনটিআরসিএ’র সনদধারীদের প্যানেলের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ নেই বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

রোববার (১০ অক্টোবর) সকালে সম সাময়িক বিষয় নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমাদের যে বিদ্যমান আইন সেখানে প্যানেল করে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। প্যানেলের মাধ্যমে নিয়োগ হলে মেধার মূল্যায়ন হয় না। গণবিজ্ঞপ্তির মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত

এর আগে গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এনটিআরসিএ’র সনদধারীদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ