বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন
সুপারিশপ্রাপ্তদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভেরিফিকেশন ফরম পূরণের নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০ PM
বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভেরিফিকেশন ফরম পূরণ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এনটিআরসিএ'র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এর পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এতদ্বারা এনটিআরসিএ কর্তৃক গত ০৫/০৮/২০২১ খ্রিঃ তারিখে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি- ২০২১' এর প্রেক্ষিতে সেসিপের আওতাভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর সুরক্ষা ও সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত পুলিশ প্রত্যয়ন ফরম (ডি-রোল ফরম) পূরণ করা প্রয়োজন। এনটিআরসিএ'র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশন বক্স থেকে ভি-রোল ফরম ডাউনলোড করে উক্ত ডি-রোল ফরমের ০৫ (পাঁচ) কপি স্বহস্তে যথাযথভাবে পূরণ করে খামের উপরে বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম, সেসিপ নিয়োগ, নিবন্ধন পরীক্ষার ব্যাচ এবং রোল নম্বর উল্লেখ করে ডাকযোগে এ কার্যালয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।