৭ দিনের মধ্যে ১৬তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৮:৫৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২১, ১০:৫৭ AM
ভাইভা শেষ হওয়ার সর্বোচ্চ সাতদিনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন ১৬তম শিক্ষক নিবন্ধনের চাকরিপ্রত্যাশীরা। প্রায় তিন বছর হতে চললেও এখনো মৌখিক পরীক্ষা শেষ করতে না পারায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উপর ক্ষোভ প্রকাশ করেছেন হবু শিক্ষকরা।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই বছরের ৩০ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার একমাস পর ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। ওই বছরেরই ১৫ ও ১৬ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ২ মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও অনেক কালক্ষেপণ শেষে প্রায় এক বছর পর ২০২০ সালের ১২ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর ২০২০ সালের ২ ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়।
সূত্র আরও জানায়, করোনা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে মাত্র ৭ দিনের ভাইভা বাকি থাকতে ২০২১ সালের এপ্রিল মাসে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। প্রায় পাঁচমাস স্থগিত থাকার পর গত ২৪ আগস্ট থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত ভাইভা শুরু করে এনটিআরসিএ। আগামী বুধবার (১ সেপ্টেম্বর) ভাইভা শেষ হবে। এরপর করোনায় আক্রান্তসহ নানা কারণে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারা প্রার্থীদের ভাইভা শুরু হবে বলে জানা গেছে।
এদিকে, ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা সম্পূর্ণ ভাইভা শেষ হবার পর সর্বোচ্চ সাতদিনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের জোর দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে ৪র্থ গনবিজ্ঞপ্তি প্রত্যাশী পরিবার (১-১৬তম) কমিটির মূখপাত্র মো. ইকবাল হাসান জানান, ‘‘১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল মাত্র ৭ দিনের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। যেহেতু আমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট পেতে এবং ভাইভা পরীক্ষা সম্পন্ন করতে অনেক বেশি দেরি হয়েছে সেহেতু আমাদের চূড়ান্ত ফলাফল সর্বোচ্চ ৭ দিনের মধ্যে প্রকাশের জোর দাবি জানাচ্ছি।’’
উক্ত কমিটির প্রধান উপদেষ্টা জয় সরকার বলেন, ‘‘আমার বাসায় জানতে চায় যে শিক্ষকতার চাকরি কবে হবে? ৩ বছর ধরে চলমান রয়েছে আমাদের পরীক্ষা। আমি উত্তর খুঁজে পাই না। বাবা-মা কে জবার দিতে পারি না। আর কত হতাশ হয়ে অপেক্ষায় থাকবো আমরা? কেন আমাদের প্রতি এত অবহেলা?’’
একই কমিটির সভাপতি এম এ আলম বলেন, ‘‘আমাদের অনেকের বয়স ৩৫ পেরিয়েছে আর অনেকের ৩৫ ছুঁই ছুঁই। শিক্ষক হওয়ার স্বপ্ন আজ বিলীন হবার পথে। তাই মানবিক দিক বিবেচনা করে ভাইভা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের জোর দাবি জানাচ্ছি।’’