রায়ের কপি এনটিআরসিএতে, রবিবার পর্যালোচনা করে সিদ্ধান্ত

এনটিআরসিএ
এনটিআরসিএ  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দেয়া আদালতের রায়ের কপি হাতে পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী রবিবার (৬ জুন) রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে এনটিআরসিএ।

বৃহস্পতিবার (৩ জুন) রায়ের কপি হাতে পায় এনটিআরসিএ। এদিন সন্ধ্যায় এনটিআরসিএর একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনটিআরসিএর কর্মকর্তারা জানান, ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির বিষয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি আমরা পেয়েছি। আগামী রবিবার বিষয়টি নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর পত আমরা রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত নিবো।

তারা আরও জানান, আদালত যে রায় দিয়েছে সেটি অনেক জটিলতা সৃষ্টি করেছে। রায় পর্যবেক্ষণ করতে সময় লাগবে। রায় পর্যালোচনা শেষে গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করা হবে।

এদিকে রায়ের কপি পাওয়ার পর গণবিজ্ঞপ্তির রেজাল্টের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন এনটিআরসিএর নব নিযুক্ত চেয়ারম্যান এনামুল কাদের খান। বৃহস্পতিবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসক দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।


সর্বশেষ সংবাদ