আদালতের নির্দেশনা না পেলে গণবিজ্ঞপ্তি নিয়ে কিছু করতে পারব না

১৭ জানুয়ারি ২০২১, ০৬:৪৪ PM
আশরাফ উদ্দিন ও এনটিআরসিএ লোগো

আশরাফ উদ্দিন ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। উচ্চ আদালতের নির্দেশনা পাওয়া না পর্যন্ত গণবিজ্ঞপ্তি নিয়ে কোনো সুখবর দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান এনটিআরসিএর নব নিযুক্ত চেয়ারম্যান।

তিনি বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক পদ শূন্য থাকলেও উচ্চ আদালতের নির্দেশনা না পাওয়ায় গণবিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে আমরা কিছুিই করতে পারছি না। আদালত থেকে নির্দেশনা পাওয়ার পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করা হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ওপর হাইকোর্টের দেয়া এক মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা যে শেষ হয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই।

প্রসঙ্গত, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

গত ২৯ ডিসেম্বর ভারচুয়াল মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেব।

স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, আবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসে এগিয়ে ‘এ-১’ শিফট
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিগারেট-নেশাকে ছেলেমেয়েরা প্রায়ই ফ্যাশনেবল মনে করে, বাস্তব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘ফ্যমিলি কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা চাইছে প্রতারক চ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কুল হবে ল্যাবরেটরি, কমিউনিটি ক্লিনিক মিনি হাসপাতাল’—৬ পয়ে…
  • ২৪ জানুয়ারি ২০২৬