এমপিও বঞ্চিত শিক্ষকদের আবেদনের শেষ সুযোগ ১৫ সেপ্টেম্বর

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ PM

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দ্বিতীয় নিয়োগ চক্রে এমপিও পদে যোগদান করেও বিভিন্ন কারণে এমপিওভুক্ত হতে পারছেন না অনেক শিক্ষক। এমপিও বঞ্চিত এসব প্রার্থীদের আবেদন চেয়েছে এনটিআরসিএ।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেননি অনেক প্রার্থী। তাদেরও আবেদন করতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এসব প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক দ্বিতীয় নিয়োগ চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা দ্বিতীয় নিয়োগ চক্রে এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন কিন্তু এমপিওভুক্ত হতে পারেননি কিংবা সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি, তাদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে অত্র কার্যালয়ে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ওই তারিখের পর সংশ্লিষ্ট বিষয়ে কোনও আবেদন গ্রহণ করা হবে না।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে যেসব প্রার্থী নন-এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্ণিত সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট অধিদফতর অথবা এনটিআরসিএ-তে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। নন এমপিও পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে এ বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে না বিধায় তাদের আবেদন করার প্রয়োজন নাই।

‎বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, আটক ৫
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে এনসিপির এম্বাসেডর জোবায়ের
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৭ দিন পর কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
  • ২৪ জানুয়ারি ২০২৬
আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব: রুমিন ফারহানা
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
যুক্ত হলো আরেকটি দল, ফের ১১ দলীয় হলো জামায়াত-এনসিপির জোট
  • ২৪ জানুয়ারি ২০২৬