নিখোঁজের ৭ দিন পর কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ PM
ফজলে রাব্বি বাবু

ফজলে রাব্বি বাবু © ফাইল ছবি

লক্ষ্মীপুরে নিখোঁজের সাতদিন পর একটি বাড়ির বাথরুমের সেফটিক ট্যাংক থেকে ফজলে রাব্বি বাবু (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাগ গ্রামের শেখ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বি বাবু সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম ও নিহতের চাচা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল জানান, গত ১৭ জানুয়ারি রাত ১০টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরদিন রাতে তার বাবা বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালালেও তার কোনো খোঁজ মেলেনি। শনিবার দুপুরে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাগ গ্রামের শেখ বাড়ির প্রবাসী কিরনের বাড়ির বাথরুমের সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন। পরে ইউপি সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে সেফটিক ট্যাংকের ঢাকনা খুলে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, 'কলেজ ছাত্র বাবুকে কারা, কেন হত্যা করেছে তা জানতে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।'

ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছরে পদার্পণ: বছর…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬