সংবাদ সম্মেলন © সংগৃহীত
জামায়াতের ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে আবারও ১১ দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গিয়েছিল।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।
জামায়াতের এই নেতা বলেন, ১০ দলের সঙ্গে আরও একটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য ১১ দলে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, লেবার পার্টিকে ১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এর আগে এই জোটটি ১১ দলীয় হিসেবে ঘোষণা করার কথা থাকলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ফলে জোটটি ১০ দলে নেমে এসেছিল।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় এক পথসভায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ আজকের এই নতুন অন্তর্ভুক্তির আগাম আভাস দিয়েছিলেন।