৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গলবার

২৫ জানুয়ারি ২০২৬, ০২:২৬ PM
শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ লোগো

শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ লোগো © সংগৃহীত

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষক নিয়োগের সুপারিশ প্রক্রিয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর মধ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি পদে নিয়োগের এ সুপারিশ চূড়ান্ত করতে আগামী মঙ্গলবার বৈঠকে বসবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

মো. আমিনুল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে নিয়োগের ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ কিছুটা পেছাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করতে না পারায় এ সময়সীমা পেছানো হয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ রবিবার অথবা আগামীকাল সোমবার পরিকল্পনা করা হলেও মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের একটি সভা করতে হবে। এ সভা না হওয়ায় সুপারিশের সময় কিছুটা পেছাচ্ছে। তবে চলতি সপ্তাহেই ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কবে নাগাদ সভা হতে পারে—এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, ‘আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে সভা করা হবে। এরপর প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে।’

গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে ধানের তৈরি জামা পরে এলেন দুই কৃষক
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৭, চলছে আবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, অপহৃত চালক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ব্যাবহারিক ও লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন নাজমুল ইসলাম
  • ২৫ জানুয়ারি ২০২৬