১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশে মন্ত্রণালয়ে এনটিআরসিএর চিঠি

১১ নভেম্বর ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১-১২তম শিক্ষক নিবন্ধনধারীদের সনদ অর্জনের দিন থেকে বয়স বিবেচনা করে নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষক নেতা সেলিন ভূইয়া, রমনা জোনের ডিসি মাসুদ এবং নিবন্ধনধারীদের প্রতিনিধি দলের সাথে আলোচনার প্রেক্ষিতে এ চিঠি পাঠানো হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নুরে আলম সিদ্দিকীর স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, 'জুলাই গণঅভ্যুত্থাণ পরবর্তী সময়ে ১-১২তম প্রার্থীরা নিয়োগ সুপারিশের দাবিতে শাহবাগ চত্ত্বর, প্রেস ক্লাব এবং বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে বিভিন্ন সময় আন্দোলন করে অফিসের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। ইতিপূর্বে তারা এনটিআরসিএ-এর কার্যালরের গেট ভেঙ্গে প্রবেশ করে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানোর পরিস্থিতি সৃষ্টি করেছেন।

এমন পরিস্থিতিতে ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীদের সাথে আলোচনার জন্য শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম এনটিআরসিএ-এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)-এর সাথে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের জন্য আলোচনার অনুরোধ করেন।

এতে বলা হয়, অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর দুপুরে শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের প্রতিনিধিসহ ১-১২ তম নিবন্ধনধারী প্রার্থীদের প্রতিনিধিদের সাথে এ কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীগণ দাবি করে যে, তারা নিয়োগ বঞ্চিত ও বৈষম্যের শিকার।

তারা বলেন, ১ থেকে তৃতীয় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিগুলোয় ইনডেক্সধারী প্রার্থীগণের আবেদন করার সুযোগ থাকায় ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের সুযোগ সংকুচিত হয়েছে। এছাড়া ১-১২তম প্রার্থীরা অনেক আগে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ওই সময়ে তাদের নিবন্ধন পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসের ভিন্নতার কারণে পরীক্ষায় প্রাপ্ত নম্বরও অপেক্ষাকৃত কম ছিল।

নিবন্ধিত প্রত্যয়নপত্রধারী হওয়ার পরও তারা দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে তারা ১-১২তম ব্যাচের ফলাফল যেদিন প্রকাশ হয়েছে, সে দিন থেকে ৩৫ বছর ধরে বয়স নির্ধারণ করে একটি বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের দাবী জানায়।

আরও পড়ুন: বেরোবিতে জাল সনদে ১৮ কর্মকর্তা-কর্মচারীর চাকরির অভিযোগ, ৪ জনের পদোন্নতি স্থগিত

চিঠিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনবলকাঠামো ও এমপিও সুপারিশের জন্য প্রার্থীগণের বয়স ৩৫ বছর নির্ধারণ করা রয়েছে। বেসরকারি শিক্ষক পরীক্ষা এবং নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৫) অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ০৩ (তিন) বছর।

এনটিআরসিএর সাথে চলমান মামলার রায়ের আলোকে ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীগণের দাবী অনুযায়ী বিশেষ বিজ্ঞাপ্তি প্রকাশের মাধ্যমে আবেদনের সুযোগ প্রদানে এনটিআরসিএ-এর এখতিয়ার নেই। পরিস্থিতি বিবেচনায় ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীরা যে তারিখে প্রত্যয়নপত্র অর্জন করেছে, সে বছর বয়স হিসেব করে যদি কোন প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়। তবে ১-১২তম নিবন্ধনধারীদের সুযোগ সৃষ্টি হবে। বিষয়টি সদয় অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।'

বৈশাখাী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন
  • ১৯ জানুয়ারি ২০২৬
সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, সুষ্ঠু হতেই হবে’
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত, যা বলছে বিসি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মামুনুল হকের সম্মানে ২ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9