শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসিএর চিঠি

১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চিঠিতে ২০২৫ সালের ৩০ জুন অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা সংগ্রহের অনুমতি চাওয়া হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের তথ্য (ই-রিকুইজিশন) সংগ্রহ করা জরুরি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধ ও ভুল তথ্য সংশোধনের প্রয়োজনীয়তা বিবেচনা করে সময়সীমা ১৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।নিবন্ধনধারী প্রার্থীদের বয়স ও সনদের মেয়াদ বিবেচনায় রেখে শূন্যপদের তথ্য সংগ্রহের সময়সীমা ২০২৫ সালের ৩০ জুন বা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে।’

এতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ২.০ অনুচ্ছেদে বলা আছে যে, পঞ্জিকা বছরের ৩০ নভেম্বরের মধ্যে শূন্যপদের চাহিদা গ্রহণ করতে হবে। এই পরিস্থিতিতে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের স্বার্থে ২০২৫ সালের ৩০ জুন বা ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহের জন্য সদয় সম্মতি দেয়ার অনুরোধ করা হলো।’

আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!