এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের ৭ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:৫০ PM
বদলিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের সাত সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যাচ্ছেন। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করার কথা রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষক নেতা রাশেদ মোশাররফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা সচিবালয়ে যাচ্ছি। সেখানে কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।’
সচিবালয়ে যাওয়া শিক্ষকদের প্রতিনিধি দলে রয়েছে, প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।